বোয়ালমারীতে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা উন্নয়ন প্রকল্প শুভ উদ্বোধন


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এইচবিবি রাস্তা শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার ৭ জুলাই বিকাল বিকাল সাড়ে পাঁচটার সময় উপজেলার রুপপাত ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে দেউলি পূর্ব পাড়া জামে মসজিদের পাশে এইচবিবি রাস্তা শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব পাড়া জামে মসজিদ পাকা রাস্তা হতে নুরউদ্দিনের বাড়ি পর্যন্ত।নির্মাণ ব্যয় দশ লক্ষ টাকা,দৈর্ঘ্য ১৯৮ মিটার,প্রস্হ ৩.৬৬ মিটার।বাস্তবায়নে উপজেলা এলজিইডি।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন বীর মুক্তি যোদ্ধা আতিয়ার রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুর হোসন, বিশেষ অতিথি সংসদ সদস্যের সহধর্মিণী পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক পরিচালক সেলিনা আক্তার।
এবং বোয়ালমারী উপজেলা ভাইচ চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহাতুল ইসলাম তপন,সহস্রাইল বাজার বনিক সমিতির সাবেক সভাপতি চুননু বিশ্বাস।উপস্হিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাসেদ ইকবাল বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তযোদ্ধা শাহাজান মিয়া।
ও দরি-সহস্রাইলের সমাজ সেবক মো. রবিউল ইসলাম রবিন( প্রবাসী),আজগর হোসেন মন্টু,ইমন হোসেন মমিন, মো.সাইফুল্লাসহ অনেকে।আয়োজনে শেখর ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যান কামাল আহমেদ।পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।
উল্লেখ : খরসুতি ঈদগা হইতে আনোয়ার বাড়ি পর্যন্ত এইচবিবি রাস্তা দুই কি: মি: দৈর্ঘ্য, প্রস্হ তিন মিটার, চুক্তি মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
মুজুদিয়া সরকারী প্রা: বিদ্যালয় চার তলা ফাউন্ডেশন এক তলা বিশিষ্ট বিল্ডিং চুক্তি মূল্য ৮০ লক্ষ শুভ উদ্বোধন করেন।
আরিফুজ্জামান চাকলাদার আপেল
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.