কবিতা- বাবা,.লেখকঃ-ইসমাইল হোসেন ফরিদ
কবিতা– বাবা, লেখকঃ–ইসমাইল হোসেন ফরিদ
লেখক–ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক,ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
তোর বুকে থাকে বল
কে থাকলে পাশে?
কার হাত ছুটে গেলে
আঁধার নেমে আসে?
কার হাতে হাত রাখলে
বুক যায় ভরে?
জীবনের দুঃখ কষ্ট
সব যায় সরে।
নিরাপদ রাখতে তোকে
কে করে লড়াই?
তোর সাফল্যে বল্ তো
কে করে বড়াই?
ঝড়, বৃষ্টি,শীত,খরা
কার গায়ে লাগে?
কে পিছনে পড়তে চায়
দেখতে তোকে আগে?
ঘাম হয়ে রক্ত ঝরে
কার গা বেয়ে?
বল্ তো কে নিঃশেষ হয়
তোর ভালো চেয়ে?
“বংশের মুখ করবি উজ্জ্বল,”
বল্ কার চাওয়া?
প্রতিষ্ঠিত করতে তোকে
ছাড়ে নাওয়া খাওয়া।
ভবিষ্যতের নিরাপত্তা তোর
বল্ তো কে খোঁজে?
তোর ভবিষ্যৎ গড়তে সয়
সবই মুখ বুজে।
সূর্য ওঠে, সূর্য ডোবে
কাটে গভীর রাত,
তোকে ভালো রাখতে বল্ তো
থামেনা কার হাত?
তোর তরে দিনরাত
চলে পিল পিল,
তোর জন্য পাড়ি দেয়
নদী, খাল, বিল।
সাগর আর মহাসাগর
তাও দেয় পাড়ি,
তোর মুখে দিতে খাবার
সব যায় ছাড়ি।
নিশ্চিন্তে ঘুরে বেড়াস
কার ছায়া পেয়ে?
ক্লান্ত সেই চেহারাটাকে
দেখ একবার চেয়ে।
কে না থাকলে তোর
সবই শক্তিহীন?
শত্রুরা কুঁড়ে কুঁড়ে
খাবে দিনদিন।
সে আর কেউ নয়
সে তোর বাবা,
ঢাল হয়ে ঠেকায় যে
সব হিংস্র থাবা।
বাবা নামক ছাতাটি
হারিয়েছে যার,
হাড়ে হাড়ে বোঝে সে
কিছু নেই তার।
সাফল্যের বান আসুক
দুঃখ যাক ভাসি,
পৃথিবীর সব বাবার
মুখে ফুটুক হাসি।
লেখকঃ–ইসমাইল হোসেন ফরিদ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে