আলফাডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জয় বকুল থন্দকার নামে এক প্রতারককে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার ৩ মার্চ উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ঐ প্রতারককে। আটক জয় বকুল খন্দকার পানাইল গ্রামে গোলাম রসুল খন্দকারের ছেলে।
তার মূল নাম বকুল খন্দকার,রাজনৈতিক ও প্রতারণার স্বার্থে নিজেকে উপজেলায় সকল ক্ষেত্রে জয় বকুল যুবলীগ নামে পরিচয় দেন।দীর্ঘদিন লাইসেন্স বিহীন মোটরসাইকেল নেমপ্লেটে জয় বকুল যুবলীগ লেখে এলাকায় ঘুরে বেড়ান বলে একাধিক ব্যক্তি মৌখিক অভিযোগ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জয় বকুলের নামে ৮ লক্ষ টাকার চেক জালিয়াতির অপরাধে একটি মামলা হয়।আদালতে মামলায় হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, আদালতের নির্দেশে বকুল খন্দকার কে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। ছবিঃ আলফাঙ্গায় জয় বকুল যুবলীগ নেতা আটক।
আরিফুজ্জামান চাকলাদার আপেল
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.