কবিতা-মূল্য (লেখকঃ- ইসমাইল হোসেন ফরিদ)


মূল্য
[দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ]
ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
কবিতা- মূল্য
তোমারই মূল্য বেশী
আমরাই মূল্যহীন,
তাইতো তুমি সুযোগ পেলেই
নাচছো তা ধিন ধিন।
মূল্য, তোমার মূল্য দিতে
উঠছে নাভিশ্বাস,
তোমার খায়েশ মেটাতে গিয়ে
নিত্য খাচ্ছি বাঁশ।
বলোতো তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির
কততম বংশধর?
মোদের কখনো আপন ভাবোনি
ভেবেছো শুধুই পর।
মূল্য, তুমি বড়ই তেলবাজ
লোভীদের মারো তেল,
তাদের সাথে মিলেমিশে
আমাদের দেখাও খেল।
তোমার সঙ্গে পাল্লা দিতে
পারছিনা তো আর,
তোমার খায়েশ মেটাতে গিয়ে
চিকিৎসা হয়নি মা’র।
ধুঁকে ধুঁকে মরেছে মা
দেখেছি শুধু চেয়ে,
বুকের ভেতর রক্ত ঝরেছে
অশ্রু চক্ষু বেয়ে।
যাহা সহাচ্ছ, তাহাই সইছি
মোদের হাত পা বাঁধা,
তোমার বোঝা টানতে টানতে
হয়ে গেছি মোরা গাধা।
মূল্য, তোমার মূল্য কত?
আর কত চাও তুমি?
তোমার মূল্য দিতে গিয়ে কি
বেচবো বসতভূমি?
তোমার খায়েশ মেটাতে মোরা
আর তো পারছি নারে,
খুঁচিয়ে খুঁচিয়ে মারার চেয়ে
মেরে ফেলো একবারে।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.