সালথা উপজেলা কালব এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত


ফরিদপুরে সালথা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড( কালব) এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
একতাইবল -সততাই শক্তি- সমবায়মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২০২২ সালের (কালব) এর সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ১৪ ই জানুয়ারী ২০২২ ইং তারিখে সকাল ১১’৩০ মিনিটে সালথা সরকারি কলেজ ভবনে কালব এর অনুষ্ঠান শুরু হয়।
সালথা সরকারি কলেজ ভবনে জনাব নরেষ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন কালব লিঃ ‘গ’অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান।
পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়, এবং গীতা পাঠ করা হয়,অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব এস ,এম ইব্রাহীম-সেক্রেটারী,সালথা উপজেলা শিঃ কর্মঃ অপাঃ ক্রেঃ ইউঃ লিঃ।
সমবায় নীতিমালা মেনে প্রতিষ্ঠিত কালব শিক্ষকদের কল্যাণে সঞ্চয় ও ঋণদান কর্মসূচি অব্যাহত রেখে। সারা বাংলাদেশ দেশে কালব এর শাখা অফিস আছে যা শিক্ষকদের জরুরি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভবিষ্যতে সদস্যদের ঋণ ভার হালকা করার জন্য কালব এর সেবা মূল্য কমানোর প্রস্তাব পেশ করা হবে বলে তিনি জানান।
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ ইয়াকুব আলী-উপজেলা সমবায় অফিসার,সালথা,ফরিদপুর, জনাব মোঃ এম এ রাজ্জাক-চেয়ারম্যান বালিয়াকান্দি উপজেলা শিঃ কর্মঃ অপাঃ ক্রেঃ ইউঃ লিঃ, জনাব মোঃ রিজাউল ইসলাম- চেয়ারম্যান কালুখালী উপজেলা শিঃ কর্মঃ অপাঃ ক্রেঃ ইউঃ লিঃ, আবু সায়েম চেয়ারম্যান পাংশা উপজেলা শিঃ কর্মঃঅপাঃ ক্রেঃ ইউঃ লিঃ।
এবং মোঃ শাহজাহান গাজী- চেয়ারম্যান রাজবাড়ী সদর উপজেলা শিঃ কর্মঃঅপাঃ ক্রেঃ ইউঃ লিঃ, জনাব সোনিয়াস নাজনীন-চেয়ারম্যান আদর্শ ক্রেডিট ইউনিয়ন লিঃ,সুমাইয়া আক্তার হাসি-গ্রামীন ক্রেডিট লিঃ, মোঃ ওবাইদুর রহমান-ফরিদপুর সদর উপজেলা-শিঃ কর্মঃঅপাঃ ক্রেঃ ইউঃ লিঃ, জনাব আব্দুল আওয়াল-জেলা ব্যবস্থাপক-কালব লিঃ ফরিদপুর ও রাজবাড়ী,জনাব মোঃ হায়দার হোসেন-সেক্রেটারী ভাংগা উপজেলা শিঃ কর্মঃঅপাঃ ক্রেঃ ইউঃ লিঃ।
ও জনাব দেবাশীষ কুমার দাশ-চেয়ারম্যান মধুখালী উপজেলা শিঃ কর্মঃঅপাঃ ক্রেঃ ইউঃ লিঃ, জনাব মোঃ দেলোয়ার হোসেন -চেয়ারম্যান বোয়ালমারী উপজেলা শিঃ কর্মঃঅপাঃ ক্রেঃ ইউঃ লিঃ,জনাব মোঃ রফিকুল ইসলাস টুটুল-চেয়ারম্যন নগরকান্দা উপজেলা শিঃ কর্মঃঅপাঃ ক্রেঃ ইউঃ লিঃ, বিনয় কুমার রায়-ভাইস চেয়ারম্যান রসুলপুর ক্রেডিট ইউনিয়ন লিঃ।
এবং কৃòচন্দ্র বর্মন প্রিন্সিপাল সালথা সরকারি কলেজ, সালথা,ফরিদপুর। সভায় ২০২৯-২০২১ সালের অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এবং সভায় সকলেই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন। ৬ষ্ট বার্ষিক সভার প্রতিবদন পেশ করেন জনাব আঃ আউয়াল জেলা ব্যবস্থাপক-কালব লিঃ ফরিদপুর ও রাজবাড়ী।
সভার কর্মসুচী
১) উপস্থিতির নামর রেজিঃ ২)জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,৩) পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, ৪) সভাপতির স্বাগত বক্তব্য ৫)বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন,৬) ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ, ৭) ২০২০ থেকে ২০২১ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব পেশ ও অনুমোদন,
৮)২০২০ থেকে ২০২১ অর্থ বছরের লভ্যাংশ বন্টন পেশ ও অনুমোদন, ৯)২০২১ থেকে ২০২২ ও ২০২২ থেকে ২০২৩ অর্থ বছরের বাজেট পেশ ও অনুমোদন, ১০) ঋণ গ্রহনের সীমা নির্ধারণ, ১১) ঋনের মুনাফা খেলাপী সদ্যেদের সঞ্চয়ের উপর মুনাফা না দেওয়, ১২)অডিট সংশোদন প্রতিবেদন পেশ ও অনুমোদন, ১৩)আমন্ত্রিত অতিথিগনের বক্তব্য, ১৪)লটারীর ড্র পুরুষ্কার বিতরণ, ১৫) সভাপতির সমপনি বক্তব্য ও সমাপ্তি ঘোষনা
অনুষ্ঠানের অসহযোগীতায় ছিলেন-দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ অব বাংলাদেশ লিঃ (কালব)।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.