মেজবান পার্টি সেন্টারে আলফা লাইফের মোশারফ এজেন্সীর মাসিক মিটিং
ফরিদপুর মেজবান পার্টি সেন্টারে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ই জানুয়ারী-২০২২)ইং তারিখে সকাল ১১টায় মোশারফ এজেন্সী কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এস এম ইব্রাহীম (শিক্ষক যোগারদিয়া উচ্চবিদ্যালয়)।পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, কোরআন তেলায়াত করেন সহিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম রাজিব হোসেন। স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শারমিন আশা। মোশারফ হোসেন স্যারকে ফুল দিয়ে বরণ করেন নাঈমা আফরোজ কাজল।
এবং নুরুলহুদা সুজন স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোঃ মোশারেফ হোসেন (ব্রাঞ্চ ম্যানেজার), এবং ফরিদপুরের আলফা সেলস অফিসের আইকন সিনিয়র এক্সিউটিভ ক্লাব মেম্বার মোঃ দেলোয়ার মিয়াকে ফুলের মালা গলায় দিয়ে সেলেব্রেশন জানানো হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার পপি আক্তার, সরোয়ার প্রমানিক, মিঠুন মৃধা, মোশারফ মাসুদ, সম্রাট খান, মোসাঃ ঝুমা আক্তার।
ফিন্যান্সিয়াল এসোসিয়েট হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ার মিয়া, শারমিন আশা, নাঈমা আফরোজ কাজল, আরিফা, তন্নি, সাদ্দাম হোসেন, মহিদুল ইসলাম, সুমি, হামিদা, সাথি সহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন এস.এম রাজিব হোসেন (ইনর্চাজ ফরিদপুর সেলস অফিস) এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক মোঃ মোশারেফ হোসেন (ব্রাঞ্চ ম্যানেজার)আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স সেলস অফিস ফরিদপুর। নুরুলহুদা সুজন(ব্রাঞ্চ ম্যানেজার)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ (সাবেক সহ-সভাপতি ফরিদপুর প্রেসক্লাব) এছাড়া আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.