সালথায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪৩২


বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর নতুন আশার প্রতীক। ১৪৩২ সালের প্রথম দিনটি হোক ভালোবাসা, শান্তি ও সৃষ্টিশীলতার এক নতুন যাত্রা। আমরা সবাই চায় নতুন বছরটি হোক আরও সুন্দর, সফল ও আনন্দময়।
বাংলা নতুন বছর-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) বেলা ৯টার দিকে বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
যুগ যুগ ধরে প্রবর্তিত এই শোভাযাত্রায় সমাজের নানা শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলা নববর্ষকে বরণ করা হয়। এই উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলা নববর্ষ উপলক্ষে আগত সবাই নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। শোভাযাত্রা শেষে বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরবেশনা করে লালন নবধারা শিল্পী গোষ্ঠী। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বরে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় নানা বয়সের মানুষ ভীড় করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর ও খন্দকার আলিমুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.