সালথার ফুকরায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল DBB


ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বাদ আসর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ফুকরা দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক এর ও সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর বিএনপির যুব দলের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: আজিজুর রহমার লিটন ।
তিনি বলেন, ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আছে আমাদের ভেতরে বিভেদ সৃষ্টি করার জন্য।
আমরা যারা ধানের শীষের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, কেএম ওবায়দুর রহমানের সৈনিক, তারেক রহমানের সৈনিক, বেগমের খালেদা জিয়ার আদর্শ নিয়ে আমরা যারা রাজনীতি করি, জিয়ার আদর্শ নিয়ে যারা রাজনীতি করি তাদের মধ্যে এই ফ্যাসিবাদের দোসররা ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এর থেকে সতর্ক থাকতে হবে।
সোনাপুর ইউনিয়ন সভাপতি আজিজুল হক তার বক্তব্যে বলেন -যখন জনগণ গণতন্ত্রের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, অধিকার আদায়ের জন্য মাঠে নেমে এসেছে তখনই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। তিনি বলেন এমন একটা সময় ছিল যখন মানুষ বাজারে যেতে পারে নাই, রমজান মাসে ঠিকমতো রোজা রাখতে পারে নাই, ইফতার করতে পারে নাই।
ইদের সময় ইদের বাজার পর্যন্ত ঠিকমতো করতে পারে নাই, বিভিন্ন মামলা হামলায় বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছে। আজ আমরা সেই দিনগুলো পার করে এসেছি। আজ ফ্যাসিবাদের পতন হয়েছে। এই দিনে আমরা ছাত্র-জনতাকে স্মরণ করছি যারা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। এসময় তিনি ঢাকায় আলেম ওলামাদের উপর নির্মম নির্যাতনের কথাও বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলোন মোঃ মনোয়ার হোসেন- সাবেক ছাত্র নেতা সালথা উপজেলা শাখা, হামজা মোল্লা-বিএনপি নেতা, এবং সোনাপুর ইউয়িন থেকে আগত বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া করা হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.