কবিতার নাম – রোজা


কবিতার নাম – রোজা
কবির নাম – উন্মেষন খীসা
রোজার মাসে রোজা রাখো
শুনো মুসলিম জনতা,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো
সবাই থেকো একতা।
রোজার মাসে রোজা রাখা
মুসলমানেরও ফরজ,
পবিত্র মনে রোজা রাখা
এটা নিজেরও গরজ।
রোজা রাখবে একা মনে
সিয়াম সাধনা করে,
ছলচাতুরী সব বাদ দিয়ে
নামাজ পড়ো মন ভরে।
ইফতার খাও সেহেরি খাও
তোমার সাধ্যের গন্ডিতে,
নামাজ পড়ো দলে দলে
ছুটে যাও মসজিদে।
তোমরা যদি পেতে চাও
খোদ আল্লাহর নৈকট্য,
নৈতিকতা সব ঠিক রেখে
সবাই থেকো এক ঐক্য।
রোজার মাস যে সংযমের মাস
এটা তোমাদের জানা,
আল্লাহর বিধি-বিধান মানা
নেই তো কারোর যে মানা।
কবিতার নাম – রোজা
কবির নাম – উন্মেষন খীসা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.