যৌথবাহিনীর অভিযানে বোয়ালমারীতে অস্ত্র, মাদক ও সরঞ্জাম উদ্ধার, আটক -২ DBB


ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কাজী হারুন শপিং কমপ্লেক্সে এ যৌথবাহিনীর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, মাদক ও নানান সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টা নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান।
গত বুধবার( ৫ মার্চ) দিবাগত রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ঐ শপিং কমপ্লেক্সে থেকে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় মার্কেটের মালিক আব্দুল্লাহ কাজীকে পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার দুই কর্মচারী কেয়ারটেকার আকিদুল ইসলাম ও রেস্টুরেন্ট ম্যানেজার কাজী মুশফিককে আটক করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়।কাজী হারুন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে পুল ক্লাবের একটি গোপন লকার ভেঙে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি-টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করে। এছাড়া, মার্কেটের ছাদ সংলগ্ন একটি কক্ষ থেকে একটি এয়ারগান ও কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আলফাডাঙ্গা ফরিদপুর
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.