সালথায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার শাখা কমিটি গঠন


ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ৪ই মার্চ-২৫ ইং বিকাল ৪ ঘটিকায় সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নের ফুলবাড়ীয়া বাজারের আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার উপজেলা শাখা অফিসে এই কমিটি গঠণ করা হয়।
মোঃ মজিবুর রহমান সভাপতি,দৈনিক একুশের কণ্ঠ, ও মোঃ মোশাররফ হোসেন কার্যনির্বাহী সভাপতি,দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক ভোরের বার্তা (বার্তা সম্পাদক) এবং সাহিদ গাজী-দৈনিক গোয়েন্দা সংবাদ ও দৈনিক গণতদন্ত- সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠণ করা হয়।
মোঃ শাহজাহান ফকির-দৈনিক গণসংহতি,সিনিয়র সহ-সভাপতি, ও ৪ জন সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম-দৈনিক আমার দেশ, মুহাম্মদ সরোয়ার হোসেন-বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক,মোঃ রাজিব মিয়া ব্যবসায়ী ও সমাজ সেবক, মাওলানা রবিউল ইসলাম।
সাইফুল ইসলাম মারুফ.(দৈনিক বাংলাদেশ সমাচার)ধর্ম বিষয়ক সচিব, যুগ্ম সাধারণ সম্পাদক ৪জন-মোঃ মিজানুর রহমান(আজকের গয়েন্দা সংবাদ স্টাপ রিপোর্টার), ইমদাদ হোসেন, সালাউদ্দীন হোসেন, মোঃ জসিম মোল্লা, এবং মোঃ রফিকুল ইসলাম (দলিল লেখক)- সাংগঠনিক সচিব,মোঃ জাহাঙ্গীর হোসেন-বিশিষ্ঠ ব্যবসায়ী.অর্থ বিষয়ক সচিব, সা্হিদ মোল্লা-দপ্তর বিষয়ক সচিব,আবু সাঈদ সেখ-প্রশিক্ষণ বিষয়ক সচিব, মোঃ ফরহাদ মজুমদার-আপ্যায়ন বিষয়ক সচিব। মোঃ রফিক শরীফ-যুব বিষয়ক সচিব।
জনাব মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ-চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক, উপজেলা কমিটির অনুমোদন এর বিষয়ে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা- সেন্টার ফর দ্যা এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড একটি আইন সহায়তামূলক মানবাধিকার ও সেবা মূলক সংস্থা।
এর কার্যক্রম বর্তমানে সমগ্র বাংলাদেশব্যাপী পরিচালিত হইতেছে। অপরাধ প্রতিরোধমূলক ও মানবাধিকার লঙ্ঘনের সকল কার্যক্রমের তথ্য প্রদানের মাধ্যমে মানব উন্নয়নে দেশ ও জাতির পরিচ্ছন্ন ভাবমূর্তি অর্জনে কাজ করে যাচ্ছে। জনকল্যাণ ও জাতীয় স্বার্থ রক্ষার্থে সর্বদা তৎপর এরই ধারাবাহিকতায় মানবাধিকার প্রতিষ্ঠায় সকল কমিটি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এবং সকল কার্যক্রমে সামাজিক ও সার্বিকভাবে আইনী সহযোগিতা করতে মাননীয় বিভাগীয় কমিশনার, মাননীয় ডিআইজি মহোদয়, মাননীয় মেট্রো পুলিশ কমিশনার, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় পুলিশ সুপার মহোদয়, মাননীয় র্যাব অধিনায়ক, সকল থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং জন প্রতিনিধিগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলো আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সালথা উপজেলা শাখা অফিস ও সঞ্চালায় ছিলেন মোঃ মোশাররফ হোসেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত -Gov. Reg. No-S-1934 প্রধান কার্যালয় : ১৪৬/২- মোহনা প্লাজা (১ম তলা), দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা-১২০৮।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.