সালথায় পিতা কর্তৃত সন্তান কে মারপিট, থানায় অভিযোগ DBB


সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন এর বাতাগ্রামে পিতা কর্তৃক মেয়ে কে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশ টায় পিতা রাকিবুল ওরফে রিংকু মাতুব্বর তার কলেজ পড়ুয়া মেয়ে পিংকি (১৭) কে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পিংকির মা নুরী বেগম বলেন, আমার প্রতিবেশী চাচাত ভাই রাকিবুল ওরফে রিংকু মাতুব্বর পিতা পাচু মাতুব্বর এর সহিদ বিবাহ হয়। আমার দুই ছেলে দুই মেয়ে। ২৫ বছর সংসার করা অবস্থায় আমার স্বামী তার আর এক প্রতিবেশী চাচার বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করায় আমাকে একতরফা তালাক দিয়ে তাকে বিয়ে করে।
আমি আদালতে একটি মামলা করি মামলা চলমান। এছাড়া আমার বাড়ির গরু,ছাগল, আসবাবপত্র, টাকা পয়সা সব কিছু লুট করে দিনেদুপুরে তার বাবার বাড়িতে নিয়ে যায়। আমাকে মারপিট করে। আমি বাড়ি ছেড়ে ভাড়া বাসা নিয়ে নগরকান্দা থাকি।
আমার বড় মেয়ে পিংকি কলেজে পড়ে।কলেজের পরিক্ষা শেষ ২১ তারিখ বাড়িতে বেড়াতে যায়।আমার মায়ের করা বন্ধকী জমিতে ঘাস উঠিয়ে চাষাবাদ করে ফসল বুনাব ট্রাক্টর নিয়ে জমিতে চাষ শুরু করলে আমার মেয়েকে রাকিবুল ওরফে রিংকু মাতুব্বর কোদাল দিয়ে কোপ দেয় এবং বাইড়াইয়া গুরুতর আহত করে।এছাড়া জমি চাষ করে তিল বুনিয়ে দখল নেয় তারা।আমি বিচার পেতে থানায় মামলা করবো।
বিয়ের পর থেকেই নির্যাতন শিকার হয়ে সংসার করে আসছি।তবুও আমার স্বামী ভালো হয়নি।এখন তালাক দিয়ে আমার জমি দখল করেছে মেয়েকে মারপিট করেছে বিয়ে করেও ঘর সংসার করছে।তাদের ভয়ে বাড়ি ঘরে যেতে পারছিনা।তারা আমার ও আমার বাপের বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করেছে।
আমি নিজে বাদী হয়ে সালথা থানার একটি অভিযোগ করেছি। রিংকু মাতুব্বর বলেন আমি বিয়ে করে বিদেশে ছিলাম আমার গরু ছাগল জিনিসপত্র আমি নিয়ে আসছি।আমি তাকে তালাক দিয়েছি সে আমার এখন কেউনা।আমি কোন বিয়ে করি নাই তারা মামলা করেছে আরও করুক আমি বুজবো। আমার টাকার হিসাব দেক আমি তার জমি ছেড়ে দিব।
মিজানুর রহমান –নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.