ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ-DVB
ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মুসুর, খেসারী, গম, চিনাবাদাম, ভুট্টা, শীতকালীন পেয়াঁজ ও মুগ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম। এসময় সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও কৃষক-কৃষাণী বৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্র্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে