ভারতে হযরত মুহাম্মদ সঃ কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল-DVB
ভারতের মহারাষ্ট্রে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সালথা উলামা মাশায়েখগণ ও তাওহীদি জনতা।
ফরিদপুরের সালথায় আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে বাইপাস সড়ক হতে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ শেষে সালথা উপজেলার সামনে গিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে বিক্ষোভ শেষ।
প্রতিবাদ সভায় ফরিদপুর সালথার বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা শাহ আকরাম আলী সাহেব মুহতামিম বাহিরদিয়া মাদরাসা এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন মুফতি রবিউল ইসলাম খতিব সালথা উপজেলা মডেল মসজিদ ,মুফতি মুফিজুর রহমান খতিব উপজেলা মসজিদ,মাওলানা আমজাদ হোসেন সভাপতি খেলাফত মসলিস ফরিদপুর।
এবং মাওলানা নেসারুদ্দীন সাহেবজাদা পুরুরা হুজুর রহঃ,মাওলানা মুফতি কামরুজ্জামান(বাচ্চু),মাহাতাব মুন্সী (ছাত্র),হাফেজ এনামুল হাসান ইমাম চৌধুরী বাড়ী জামে মসজিদ,মাওলানা আবু সায়েম মোল্লা প্রিন্সিপাল ইউসুফদিয়া ফাজিল মাদরাসা প্রমুখঃ
সভায় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করা হলে তা সহ্য করা হবে না। বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননাকারীদের শাস্তি দাবি করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে আপনার কাছে দিয়েছি।
আপনি অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এ ঘটনার প্রতিবাদ জানান। আপনি যদি প্রতিবাদ না জানান তাহলে আমরা এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঢাকায় গিয়ে ভারতীয় দূতাবাসের সামনে মার্চ করব।
তারা আরো বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ দুর্গাপূজা উপলক্ষে তারা যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা কোনো ঘটনা ঘটাতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননাকারীদের শাস্তি দাবি জানান।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে