বোয়ালমারীর তেলজুড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত-DVB
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহঃবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তেলজুড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা উদযাপন কমিটির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ শেষে বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
তেলজুড়ি ঐতিহ্যবাহী ১২৪ তম বার্ষিকী নৌকা বাইচ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণগন। এবং নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নৌকার মালিকদের পুরস্কার স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়।মেলা উদযাপন কমিটির সদস্যগণ বলেন, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বছরের পর বছর এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর নৌকা বাইচ প্রতিযোগিতার ১২৪ তম বার্ষিকী পালন করা হলো।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে