বীরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন-DVB
দিনাজপুরের বীরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে গণ হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী উপজেলার মুরারীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার বাসিন্দা প্রতিবেশী মাদক কারবারি মৃত পিয়ার বক্সের পুত্র ইয়াসিন আলী ও তার পরিবারের মহিলা সদস্যরা এলাকায় মাদক দিয়ে ভরিয়ে দিয়েছে, যুব সমাজ কে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
মামলাবাজ বাদি ইয়াছিন আলী মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে আমিনুল ইসলাম গং কে। তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন কু-কর্ম নিয়ন্ত্রণের জন্য এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা জড়ালো প্রতিবাদ করায় পরিবারের লোকজন ইয়াছিন আলীর নেতৃত্বে ক্ষিপ্ত হয়ে তুচ্ছ ঘটনা তিলকে তাল বানিয়ে থানা এবং আদালতে মামলা করিয়ে গ্রামের সাধারন মানুষদের গণ হয়রানি করে।
একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার শাস্তি ভঙ্গ করাই তাদের কাজ।প্রতিহিংসা মূলক ইয়াছিন আলী এলাকার নিরিহ জনগণের বিরুদ্ধে দেশের অন্যান্য উপজেলায় মামলা করিয়েও হয়রানি করে। কথায় কথায় মামলার হুমকি দেয়।
ইয়াছিন আলী এবং তার পরিবারের লোকজনদের উপর কয়েকটি মামলা চলমান আছে। ঢাকা বাড্ডা থানার মামলা নং ৫৩/২০২৩, দিনাজপুরের বীরগঞ্জ থানার মামলা নং ৪/২০১৯, এবং ১৬, ২৭ ও ৩০/২০১৮। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোঃ রুকু ইসলাম, সাগর ইসলাম, রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ইকরাম ও জুলফিকার ঢালী।
মোঃ নাজমুল হোসেন –বীরগঞ্জ, দিনাজপুর।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে