প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী এর সহায়তা পেয়েছেন ধর্মপাশায় দুইজন দরিদ্র রোগী-DVB
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের কক্ষে রবিবার দুপুরে এ উপজেলার দুইজন দরিদ্র রোগীকে চিকিৎসা বাবদ নগদ ৮০হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রবাসীদের সংগঠন ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক শাকিল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন। ধর্মপাশা মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানীর সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সহ দপ্তর সম্পাদক জিয়া আমীন শাহ।
শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, ধর্মপাশা থানার ওসি এনামুল হক, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান ও ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমুখ।#
মোবারক হোসাইন: বিশেষ প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে