আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন জমা-DVB


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ৬নং পাচুড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৫ জন প্রার্থী।
৪ জুলাই (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. মিলন সিকদার,মো.খালিদ মোসারফ রন্জু,মো. আলতাব সিকদার, মোহাম্মদ শাহ আলম,মো. ইকবাল হোসেন।
২৭ জুন নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ জুলাই মনোনয়নপত্র যাচায় বাছাই,আপিল ৬-৮ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই, প্রতিক বরাদ্দ ১১ জুলাই ও ২৭ জুলাই শনিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্র ৯, মোট ভোটার ১২৪২৬, এর মধ্যে পুরুষ ভোটার ৬৩৪২,মহিলা ভোটার ৬০৮৪।চেয়ারম্যান পদে নির্বাচনের সময়সূচি ঘোষণা ও পরিচালনায় রিটার্নিং কর্মকর্তা হোসনুল অরা তীন সোফিয়া।
উল্লেখ পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মিজানুর রহমান মিজান গত ৫ জুন উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করায় নির্বাচন কমিশন শুন্য পদ ঘোষনা করেন।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








