সেবা করার প্রত্যয়ে নিয়ে আনারস প্রতীকের ভোটের দাবি-আলহাজ্ব মোশারেফ


বিগত দশ বছর আপনাদের সেবা পৌছে দিয়েছি, সুখে দুখে আপনাদের সাথে ছিলাম এবং আগামীতে আপনাদের সেবা করার অধিকার নিয়ে আনারস প্রতীকের ভোটের দাবি করছি। আজ শনিবার ১১ই মে রাজাপুরের ৯নং ওয়ার্ডের শ্যামপুর তুলাতলি এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ভোলা সদর উপজেলার পরপর দুবারের সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন ।
এ সময় ‘আনারস’প্রতীকের ভোটের আহবানে প্রার্থী মোশারেফ হোসেনের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আজিজুল ইসলাম, মুক্তি যোদ্ধা সংসদের জেলা কমান্ডার ওয়াহিদুর রহমান,উপজেলা কমান্ডার শফিকুল ইসলাম, পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম।
ও রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক চোকদার প্রমুখ সহ স্থানীয় রাজাপুরের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
শফিক খাঁন, ভোলা –ভোলা সদর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.