আগৈলঝাড়ায় রাহুৎপাড়া শিশু প্রকল্পে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরন-DVB


বরিশালের আগৈলঝাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা চার্চ অব বাংলাদেশ এর অংগসংগঠন, মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প রাহুত পাড়া (বিডি-০৩৫৮) এর আয়োজনে দুইশত সাতানব্বই জন(২৯৭) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোশাক সাস্থ সুরক্ষা উপকরণ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়নের রাহুৎ পাড়া গ্রামের প্রতিষ্ঠানের হলরুমে রেভা শান্তি মন্ডল (সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন রেভা বিশভ সৌরভ ফলিয়া, আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ দৌলাতুন নেছা নাজমা, রাহুৎপাড়া প্রকল্প পরিচাল উইলিয়াম রনি বাড়ৈ,এল সি সি কমিটি ফ্রান্সিস মিস্ত্রি।
ও সমাজ কর্মি লিংকন বাড়ৈ,মেমি মধু,বেনেডিক রায়, সাংবাদিক প্রবির বিশ্বাস ননী,জগদীশ মন্ডল প্রমুখ। উল্লেখ্য সংস্থাটি শুরু থেকে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, সাস্থসুরক্ষা ও তাদের পরিবারের সাবলম্বি হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।
জগদীশ মন্ডল বরিশাল জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.