ফরিদপুরে অগ্নিকান্ডে গরীব রিকশাচালকের স্বপ্ন পুড়ে ছাঁই-DVB
আজ ২৯ এপ্রিল রোজ সোমবার আনুমানিক রাত ৮:৩০ মিনিটে ফরিদপুর জেলার, ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের শ্যামসুন্দরপুর এলাকায় আলহাজ্ব তফসির উদ্দিন চেয়ারম্যান এর বাড়ির পাশে মোঃ বিল্লাল মোল্লা এর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
এসময় স্থানীয় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পুর্ণ নিভিয়ে উদ্ধারকাজ সমাপ্ত করেন। আগুনে পুড়ে বসতবাড়ি সহ ৩ টি ঘর পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান স্থানীয় এলাকাবাসী।
অগ্নিকান্ডের সময় উপস্থিত মোঃ বিল্লাল মোল্লার প্রতিবেশী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, কয়েকদিন আগে বিল্লাল মোল্লার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের প্রস্তুতির জন্য নগদ টাকা এবং স্বর্ণালংকার সেই ঘরে ছিল।
এছাড়াও আগুনে পুড়ে ১ টি গরু এবং ৪ টি ছাগল মারা যায়। গরীব রিকশাচালকের সব স্বপ্ন ৫ মিনিট এর আগুনে শেষ হয়ে গেল। ঘটনাস্থলে তাৎক্ষণিক এসে পৌঁছান ফরিদপুর পৌরসভার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব হানিফ শেখ। তিনি এই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন এবং খাদ্য ও বস্র সহযোগিতার আশ্বাস দেন।
রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী আরও বলেন, বিল্লাল খুব গরীব মানুষ। আগুনে তার সব শেষ হয়ে গেছে, এই অবস্থায় সরকারি এবং বেসরকারি সাহায্য দরকার।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.