ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিলবোর্ড কাটার অভিযোগ-DVB


ফরিদপুর আলফাডাঙ্গা পৌর সদর বাজারে রাতের আধারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছবি সম্বোলিত বিলবোর্ড ছেড়ার অভিযোগ উঠেছে সয়ং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে। বাজারের সিসিটভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে।
রবিবার ২৮ এপ্রিল দুপুর ১২ টায় সিসি টিভি ফুটেজে দেখা যায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফিন তাজমীম সিদ্দিকী তার দুই বন্ধু আল সাহাদ এবং মো. রকিকে সাথে নিয়ে পৌর বাজারে ভূমি অফিস সংলগ্ন বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাণিসম্পদ মন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড ছিড়েছে।
সিসি টিভি ফুটেজের দেখা যায় ২২ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের চৌরাস্তা থেকে হাসপাতাল রোডের দিকে তাজমীম সহ তিন বন্ধু একসাথে যাচ্ছে। কিছু দূর পরে উপজেলা ভূমি অফিসের পাশেই বঙ্গবন্ধু, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এর ছবি দিয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের দুই সভাপতির একটি বিলবোর্ড ক্রস করে চলে যায়, এর কিচ্ছুক্ষণ পরেই তারা তিনজন আবার ওই বিলবোর্ড এর কাছে আসে এবং হাতে থাকা কিছু দিয়ে কেটে ছিড়ে ফেলছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক তাজমীম সিদ্দিকী বলেন, আমি বিলবোর্ড কাটিনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি টিটু ভাই এর সাথে আমার ব্যক্তিগত মনমালিন্য চলছিলো বেশ কিছুদিন তাই সেই আক্রোশ থেকে তিনি মিথ্যা দোষ চাপাতে এই অভিযোগ করেছে।
এদিকে জেলা ছাত্রলীগ এই ঘটনা জন্য এক জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠন পরিপন্থী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজে জড়িত থাকায় আরিফিনসিদ্দিকী মীমকে গত ২৪ তারিখে একটি কারণ দর্শানো নোটিশ দিয়েছে।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ বলেন, বিষয়টি দু:খ জনক। আমরা ইতিমধ্যে তাজমীমকে একটি কারণ দর্শানো নোটিশ দিয়েছি। ঘটনার তদন্ত চলছে, সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করণ করা হবে
জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে ফোন করা হলে, তিনি ফোন রিসিভ করে একটু পরে বক্তব্য দেওয়ার কথা বলে ফোন রেখে দেন। পুনরায় ফোন দিলে তাকে পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.