ঈদের আগে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বসত বাড়ি-DVB


গতকাল ২০-০৩-২০২৪ ইং তারিখে,ফরিদপুর এর গেরদা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত,মোঃ হারুন বেপারী , পিতা: মোহাম্মদ কাইম উদ্দিন বেপারী, এর বাড়িতে রাত আনুমানিক ১:৩০/২:০০ টার সময় হঠাৎ করেই আগুন এর সুত্রপাত ঘটে।
ঘরে যারা ঘুমিয়ে ছিলেন তাদের মধ্যে মোঃ হারুন বেপারী (বাড়ির মালিক) প্রথমে আগুন লাগার ঘটনাটি বুঝতে পারেন। পরে তিনি চিৎকার করে সবাইকে জাগিয়ে তুলেন, তার চিৎকারে আশপাশের এলাকায় লোকজন এবং ফায়ার সার্ভিসের লোকজন এসে অল্প কিছু মালামাল ঘর থেকে বের করতে পারেন, আর বাকি সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
তিনি জানান মোবাইল ফোন, অন্যান্য আসবাবপত্র নগদ কিছু টাকাসহ প্রায় পাঁচ লক্ষ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।বাড়ির মালিক এর সাথে কথা বলে জানা যায় যে, এটা একটি দুর্ঘটনা মাত্র। কোনো পূর্ব শত্রুতার জের ধরে এ আগুনের সূত্রপাত ঘটেটি বলে তিনি জানান।
তিনি আরো বলেন ঈদের আগে এরকম একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেল, এখন আমার মাথার উপরে কোন ছাদ নেই।এলাকার চেয়ারম্যান মেম্বার সহ সমাজের যারা উচ্চবিত্ত আছেন, সকলের কাছে আকুল আবেদন করছি যে, আমাকে কিছুটা আর্থিক সহযোগিতা করা হোক ,ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালার ভাইয়ের নাম্বার (যেহেতু উনার মোবাইল আগুনে পুড়ে গেছে) -01799091411
মোহাম্মদ আব্দুন নুর রানা:- ফরিদপুর সদর,
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.