আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ-DVB


বরিশালের আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ওই ছাত্রীর মৃত্যুর ব্যাপারে কোন কারণ জানা জায়নি।
জানা গেছে, উপজেলার যবসেন গ্রামের মতলেব ফকির তার স্ত্রী পরুল বেগমকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী যায় চিকিৎসার জন্য। এসময় তার মেয়ে তাছলিমা একা বাড়িতে ছিল।
বিকেলে ওই দম্পত্তি বাড়ি ফিরে তাদের মেয়ে তাছলিমাকে (১৩) বসত ঘরের সামনের বারান্দার রুয়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাছলিমার বাবা-মায়ের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে লাশ নামিয়ে পুলিশে খবর দেয়।
তাছলিমা শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্রী ছিল। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে তাছলিমার মৃত্যুর রহস্য সম্পর্কে কোন কারণ জানা যায়নি।
জগদীশ মন্ডল বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.