শ্রীনগরে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ১৩ মামলার আসামী রাসেল গ্রেপ্তার-DVB


শ্রীনগরে বিদেশী পিস্তল ২রাউন্ড গুলি সহ ১৩ শ্রীনগরে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ১৩ মামলার আসামী রাসেলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর রাতে তাকে শ্রীনগর-দোহার সড়কের বাইপাস থেকে গ্রেপ্তার করা হয়।
এসময় পুলিশ তার সহযোগী সুজন (২১) সহ একটি এ্যাপাচি মোটরসাইকেল আটক করে। পুলিশ জানায়, শ্রীনগর-দোহার সড়কের বাইপাসের মুখে পুলিশ চেকপোস্ট বসায়। রাত ৪টার দিকে রাসেল ও সুজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ তাদের মোটরসাইকেল থামায়। এসময় রাসেলের দেহ তল্লাশী করে মেড ইন ইউএসএ লেখ একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পুুলিশ তাৎক্ষনিক ভাবে রাসেল ও সুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
রাসেল শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে কিছু দিন আগে চাঁদা না পেয়ে তার আপন চাচীকে তলপেটে গুলি করেছিল। সেই মামলায় আটক হয়ে কয়েকদিন আগে জামিনে আসে। রাসেলের বিরুদ্ধে অস্ত্র,গুলি, চাঁদাবাজি ও দস্যুতা সহ ১৩ টি মামলা রয়েছে। সে বাঘড়ার আলোচিত শাহীন হত্যা মামলারও আসামী ছিল বলে জানা গেছে। রাসেল মধ্য বাঘড়া এলাকারা হাশেম হাওলাদারের ছেলে। তার সহযোগী সুজন একই এলাকার হযরত মেকানিকের পুত্র।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাসেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রাসেল ও তার সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হচ্ছে।
মোঃ তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.