আগৈলঝাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউঃ লিঃ এর ১৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত-DVB
আগৈলঝাড়া উপজেলা শিক্ষক–কর্মচারী কো–অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ও মিউচ্যুয়াল বেনিফিষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে সংগঠনের সভাপতি শিক্ষক শৈলেস চন্দ্র তপাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাল্ব বরিশাল (ঘ) অঞ্চলের পরিচালক আ. মন্নান লোটাস।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নিখিল সমদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা সমবায় অফিসার মো. আফজাল হোসেন, কাল্ব এর বরিশাল জেলা ব্যবস্থাপক মো. আউয়াল।
সাধারণ সভায় জানানো হয় সংগঠনের ৫০৭জন শিক্ষক-কর্মচারী সদস্যর বর্তমান মুলধন ২কোটি ২৫লাখ ৯৬হাজার ২শ ৮২টাকা। এরমধ্যে ঋণ বিতরন রয়েছে ৬লাখ ৫২হাজার টাকা। সভা শেষে র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া উপজেলা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে