সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-DVB


ফরিদপুরের সালথায় উপজেলা আইন–শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রয়ারী–২৪ ইং) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপু-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো.ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান উপস্থিত ছিলেন।
ফরিদপু-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী তিনি বলেন এলাকায় কেহ সন্ত্রাসী কায্যক্রম চালতে পারবেনা সে আমার দলের লোক হলেও তাকে আইনের আওতায় আনতে হবে। আমি ভাল কাজের সহাওয়তা করি অসৎ কাজের নয়। সালথা ও নগরকান্দাকে আমি সুন্দর স্বচ্ছ পরিবেশে আনতে আমার যা যা করার দরকার আমি তাই করবো ইনশাল্লাহ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, প্রতিটি ইউনিয়নে আইন শৃঙ্খলা কমিটি রয়েছে সেই কমিটির সকল সদস্যকে প্রতি মাসে একবার সভা করতে হবে। তিনি আরও বলেন, দেশে একটি চক্র ধর্মীয় অনুষ্ঠান কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে এবং এমন কোনো ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানাই। বাল্য বিবাহ,গাজা/ মদ/ ইয়াবা বন্ধে আমাদের কার্য্যকরী ভুমিকা পালন করতে হবে।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.