ভোলায় বিশ পরিবার কাঁটার বেড়ায় অবরুদ্ধ -DVB
ভোলা সদর উপজেলায় তিন দিন ধরে চলাচলের রাস্তায় কাঁটার বেড়া দেয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে বিশটি পরিবার। এ দিকে চলাচলে রাস্তা অবমুক্ত করে দেয়ার জন্য ভুক্তভোগী একটি পরিবারের সদস্য গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আজ ৮ ফেব্রুয়ারী ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুরের ইসমাইল হাওলাদার বাড়িতে এ মারামারির ঘটনা ঘটেছে। আজ তিনদিন হলো কোন প্রতিকার না পেয়ে ওই বিশটি পরিবার এখন অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।
সম্প্রতি এ রাস্তাটির ব্যক্তিমালিকানা দাবি করে রাস্তায় কাঁটার বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন ওই গ্রামের মৃত ইসমাইল হাওলাদার এর ছেলে সুমন আহত মফিজকে পিটিয়ে আহত করে। আহত মফিজ ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। মফিজ বলেন ইতিপুর্বে আমরা তাদের টাকা দিয়ে এই রাস্তা নিয়েছি। কিন্তু জমিটি সরকারের খাশ বলে তারা আমাদের দলিল দিতে পারেন নাই। আমরা এখন জানতে পারি চলাচলের রাস্তাটি বাংলাদেশ সরকারের ১নং খাশ খতিয়ান ভুক্তি জমি।
এখন আবার তারা আমাদের নিকট টাকা দাবি করেছেন, আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের বিশটি পরিবারের চলাচলের রাস্তা বেড়াদিয়ে অবরুদ্ধ করে দেন। এদিকে অভিযুক্ত ইসমাইল গংদের মোঃ সুমন বলেন জায়গাটি আমাদের তারা চলাচল করছে এখন চলাচল করতে হলে ক্রয় করে নিতে হবে। এদের সাথে আমাদের দাম হয়েছে কিছু টাকা দিয়েছে বাকি টাকা না দিয়ে তালবাহানা করে তাই আমরা বেড়াদিয়েছি।
মারামারির ঘটনা ঘটেছে এমন বিষয়টি সত্যতা স্বিকার করে সুমনের মা বলেন আমার ছেলে মফিজ কে মারছে সত্য। তবে মফিজকে মারার কারনে আমার দেবর এসে আমার ছেলেকে মেরেছে। তবে মফিজকে মেরে আমার ছেলের অপরাধ করেছে।
অবরুদ্ধ রাস্তার বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিঞা বলেন আমি এখনো কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ভোলা সদর প্রতিনিধি–শফিক খাঁন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে