কবিতাঃ মোদের ভূখণ্ডে কেন এসে পড়ছে তোদের গোলা


কবিতাঃ মোদের ভূখণ্ডে কেন এসে পড়ছে তোদের গোলা?
প্রসঙ্গঃ সীমান্তে মায়ানমারের বাড়াবাড়ি
লেখক-ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
[ আমরা শান্তিপ্রিয় জাতি। আমরা বিশ্বের সবার সাথে মিলেমিশে থাকতে চাই। কিন্তু এর অর্থ এই নয় যে কেউ খামাখা আমাদের বিরক্ত করবে, আর আমরা তা চোখ বুজে সহ্য করবো। আমরা ধৈর্যশীল। কিন্তু ধৈর্য ধরার অর্থ এই নয় যে আমরা দুর্বল। আমাদের কেউ খামাখা বিরক্ত করতে আসবি না। ফল ভালো হবেনা। ]
বাংলা মোদের মাতৃভূমি
বাংলা মোদের ভাষা,
সবার সাথে থাকব মিলে
এটি মোদের আশা।
দেখছিস কি তোরা, কখনো মোরা
কাউকে খোঁচা মারি?
আঘাত কাউকেই করিনা মোরা
যদিও তা পারি।
কারো ক্ষতি চাইনা মোরা
বিবাদ নাহি করি,
কারো যদি ‘কামড়’ ওঠে
তাকে নাহি ছাড়ি।
হুদাই যদি খোঁচায় কেহ
ভাবছ ছেড়ে দেবো?
কাতরা দিয়ে কুঁপিয়ে হলেও
বদলা মোরা নিবো।
যদি পাগলামি কেউ করতে এসে
বাঁধায় হানাহানি,
পাগলা কুত্তা সাইজ করার
সিস্টেম আমরা জানি।
মোড়লগিরি করার ইচ্ছে
যদি কারো থাকে,
এমন শিক্ষা দেবো তাকে
খত দিবে সে নাকে।
মোদের মতো মোরা থাকব
মাতৃভূমি মোদের,
হেথায় এসে ভেজাল লাগাস
সাহস কত তোদের?
কৃমির রোগী, চিকিৎসা নিতে
নিজের দেশে যা,
হেথায় এসে কাকের মতো
করবিনা কা কা।
জবাব দে তোরা, কেন এখানে
পানি করছিস ঘোলা?
মোদের ভূখণ্ডে কেন এসে
পড়ছে তোদের গোলা?
পারিস যদি নিজের দেশকে
ভাল করে গড়,
ধান্দাবাজির চিন্তা করলেই
মারবো কষে চড়।
শান্তি ভঙ্গের এই গোয়াররা!
বাঁচতে যদি চাস,
পালিয়ে যা, তা নাহলে
হয়ে যাবি লাশ।
লেখক-ইসমাইল হোসেন ফরিদ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.