মুন্সীগঞ্জ কম্বল বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম কিসমত উল্লাহ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমত।
তিনি জানিয়েছেন, প্রতিটি ইউনিয়নে ৩২৫ টি করে কম্বল বিতরণ করছেন।তিনি আসন্ন উপজেলা নির্বাচনে শ্রীনগর উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। ৩১ জানুয়ারি বুধবার সকাল থেকে তিনি শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ও তন্তর ইউনিয়নে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শীতার্থদের মাঝে এই কম্বল সুষ্ঠুভাবে বন্টনের জন্য বিভিন্নজন ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে এই কম্বল প্রকৃত দুস্থদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন চৌধুরী পারভেজ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবন্দ সুশীল সমাজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তবে স্থানীয় লোকজন বলছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েই কম্বল বিতরণ করছেন বিষয়টা এমন নয়। তিনি সবসময়ই জনগণের পাশে থাকেন ও সবাইকে সর্বদিক থেকে সাহায্য করার চেষ্টা করেন, এমন যোগ্য লোককেই উপজেলা চেয়ারম্যান হিসেবে চাচ্ছে শ্রীনগর উপজেলার সাধারণ জনগণ
মোঃ তারিকুল ইসলাম-শ্রীনগর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.