ফরিদপুরে নানা আয়োজনে আ”লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


League’s Bangabandhu’s homecoming day was celebrated in Faridpur with various events
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে দশটায় আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির, মাসুদুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ অমিতাভ বোস মিসেস ঝর্ণা হাসান , মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
ও তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুল ইসলাম রিপন সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খয়রুউদ্দিন মিরাজ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা,যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার ও শাহ সুলতান খান রাহাত, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর কুদ্দুসুর রহমান।
এবং স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম জনি,ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির,সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগে ও তার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন গত ৭ জানুয়ারি ফরিদপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শামীম হককে ষড়যন্ত্র করে হারানো হয়েছে।
এখানে শুধুমাত্র শামীম হক পরাজিত হননি ফরিদপুরের শেখ হাসিনার নৌকা কে পরাজয় করানো হয়েছে। বক্তারা বলেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু বেইমানের কারণে আজ ফরিদপুরে নৌকার প্রার্থীকে পরাজয় করতে হলো।
এসব নেতৃবৃন্দ দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে দলের ক্ষতি সাধন করেছে। বক্তারা আরো বলেন ফরিদপুরে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে এবং সবাইকে জন্য একসাথে কাজ করতে হবে। তাছাড়া যে সমস্ত নেতৃবৃন্দ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে বেঈমানি করেছে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানানো হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.