ফরিদপুর-২ আসনে ২য় বারেরও জিতলেন নৌকার লাবু চৌধুরী
ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) জয়ী হয়েছেন নৌকার প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু। রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সূত্রে সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
সন্ধ্যায় ভোটগণনা শেষে মোট ১১৫ কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকের পেয়েছেন ৮৪ হাজার ১১৪ ভোট। নৌকার এ প্রার্থী ১ হাজার ৯৮১ ভোটে নৌকা বিজয়ী হয়েছেন।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ০৭ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৮৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.