সালথার ফুকরায় জামাল মিয়ার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ফুকরা বাজারে সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নির্বাচনী প্রচারনার ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
২৬ ডিসেম্বরেআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) এর উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নির্বাচনী পথ সভার অংশ ফুকরা বাজারের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।
সোনাপুর ইউনিয়নের ফুকরার আওয়ামীলীগ নেতা ডাঃ মোঃ কাওছার আলীর সভাপতিত্বে ও বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ সারোয়ার হোসেন এর উদ্যোগে ফুকরা বাজারে নির্বাচনী ক্যাম্পে রাত ১১টায় আংশিক এই পথ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ সামচুদ্দীন (মুন্নু) ক্বারী সাহেবের সঞ্চালনায় এই পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী।
ও যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ খান,.রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন। মো খায়রুজ্জামান বাবু মোল্লা- চেয়ারম্যান সোনাপুর ইউনিয়ন পরিষদ, আবুল হাসান মেম্বার সোনাপুর ইউনিয়ন পরিষদ, লেবু মোল্লা, ও আঃলীগ নেতা মোঃ মঞ্জু মাতুব্বর-নটখোলা, মোঃ বাচ্চু মাতুব্বর সোনাপুর। এবং আরো উপস্থিত ছিলেন মোঃ আবিদ হাসান, মোঃ টুকু মিয়া,মোঃ দেলোয়ার হোসেন মোঃ ফারুক শিকদার ও অত্র এলাকার আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এ সময় মোঃ খায়রুজ্জামান বাবু মোল্লা ফরহাদ মোল্লাকে উদ্দশ্যে করে বলেন তুমি আমার ছোট ভাই তুমি হয়তবা কারো প্ররোচনায় পড়ে সোনাপুর ইউনিয়নকে অশান্ত করার চেষ্টা করতেছো অনুরোধ করি এটা তুমি বন্ধ করো।
কেননা আজ নির্বাচন আছে কাল থাকবেনা আমরা সবাই কিন্তু এখানেই থাকবো আমাদের একসাথে চলতে হবে। তাই এ ইউনিয়নের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তুমাকে আমাকে মিলেমিশে কাজ করতে হবে।
বক্তরা আরো বলেন আমরা কেউ নৌকার বাইরে নয়, নৌকার প্রার্থীর বিপক্ষে। জামাল হোসেন মিয়া তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি কাউকে ভয় পাই না। সালথা নগরকান্দায় এমন কোন মায়ের পুত নেই যে আমার ভোটের গাঁয়ে হাত দেয়। এই এলাকায় আমার নাড়ী তো রয়েছে, এই এলাকার মানুষের সাথে আমার উঠাবসা ছোট বেলা থেকে। কেউ আমার ভাই, কেউ চাচা, কেউ বন্ধু কেউ ছোট বেলার খেলার সাথী।
আমি আপনাদের শাষক নয় সেবক হতে চাই,আপনাদের একটু সেবা করতে আমাকে ঈগল মার্কায় ভোট দিবেন আশা করছি। আমি এ দেশের সন্তান আপনাদের বাইরে নই। নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আগামী ৭ই জানুয়ারী আপনাদের মূল্যবান ভোটদিয়ে আমাকে জয়যুক্ত করুণ ইনশাল্লাহ জীবন বাজী রেখেও যদি হয় তবু আপনাদের পাশে থাকবো।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে