ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয়লাভ
ফরিদপুর পৌরসভা আয়োজিত পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে ট্রাইবেকারে জয়লাভ করে ফাইনালে উঠেছে ১১ নং ওয়ার্ড।
আজ মঙ্গলবার বিকেলে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তারা প্রতিপক্ষ ১০ নং ওয়ার্ড একাদশকে ট্রাই বেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। এতে ১০ নং ওয়ার্ডের পক্ষে হৃদয় এবং ১১ নং ওয়ার্ডের পক্ষে জুয়েল নিজ নিজ দলের পক্ষে একটি করে গোল করেন। এরপর যথারীতি ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। তাতে ১১ নং ওয়ার্ড ৪-৩ গোলের ব্যবধানে ১০নং ওয়ার্ড দলকে পরাজিত করে ফাইনালে ওঠে।
প্রতিযোগিতার অপর সেমিফাইনালে আগামীকাল বুধবার ২১ নং ওয়ার্ড একাদশ দল খেলবে ১ নং ওয়ার্ড একাদশের বিপক্ষে । গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেজাউল করিম, সহকারি সাইফুল ইসলাম, সাইফ দোহা দর্শন। চতুর্থ রেফারি প্রণব কুমার মুখার্জি।
খেলায় বিজয়ী দলের গোলরক্ষক শাকিলকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দেয়া হয়। খেলা শুরুর আগে ফরিদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মরহুম জাফর আহমেদ খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই গুরুত্বপূর্ণ খেলাটি উপভোগ করে।
ফরিদপুর জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে