ফরিদপুর আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ৩ আসনের এমপি প্রার্থী মনোনিত হওয়ায় শামীম হককে সম্বর্ধনা
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর তিন সদর আসনের মনোনীত প্রার্থী শামীম হক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে আজ সোমবার বেলা বারোটায় ফরিদপুর শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়কে উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শামীম হক বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাঁকেই মনোয়ন দিয়েছেন। বিএনপি – জামায়াতের দেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুরে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে গত ১৫ বছরে দেশের উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায না থাকলে তা কোনদিনও সম্ভব হতো না।
আর তাই বাংলাদেশে এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে আবারো দেশের উন্নয়নের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এর পূর্বে ফরিদপুর ৩ আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রাপ্ত শামীম হকের সমর্থনে মোটরবাইক শোভাযাত্রা বের হয় এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে একাধিক মিছিল শহর প্রদক্ষিণ করে।
সুলতানা আক্তার –ফরিদপুর জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে