কানাইপুরের শোলাকুন্ড ও ফুরসা যুব সমাজের উদ্যোগে প্রতিবাদী জনসভা ও মিছিল অনুষ্ঠিত
মুসলমান সম্প্রদায়ের প্রথম কিবলা, আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সহ বহু নবী-রাসুলের স্মৃতি বিজড়িত পবিত্র ফিলিস্তিন এর মাতৃভূমি জবর দখলকারী ইসরাইলের বিরুদ্ধে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের “শোলাকুন্ডু কুজুরদিয়া ও ফুরসা যুব সমাজের” উদ্যোগে আপামর মুসলমানের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ অক্টোবর ২০২৩ইং রোজঃ শুক্রবার, বাদ জুম্মা শোলাকুন্ডু কুজুরদিয়া ও ফুরসা যুব সমাজের” উদ্যোগে আঁশ পাশের সকল মসজিদের ইমাম ও মুসিল্লিদের মাধ্যমে মিছিল নিয়ে চুঙ্গীর মোড় বাজারে জমায়েত হয়।
এসময় উপস্থিত জনতার সম্মুখে সংক্ষিপ্ত আকারে জনসভা শেষ করে। চুঙ্গীর মোড় থেকে মিছিল শোলাকুন্ডু হয়ে কুজুরদিয়া ও ফুরসা বিভিন্ন স্থান ঘুরে চুঙ্গীর মোড় বাজারে এসে শেষ হয়। জাফর ইকবাল দুলালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো: আশরাফ আলী, সহ-সুপার শোলাকুন্ডু মাদ্রসা ও ইমাম চুঙ্গীর মোড় জামে মসজিদ।
উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, এস.এম সালমান, শোলাকুন্ডু সূর্য তরুন ভয়েচ ক্লাবের সাধারন সম্পাদক ও সদস্য স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় ফাউন্ডেশন, মো: মোরাদ হোসেন, ইমাম ও খতিব শোলাকুন্ডু জামে মসজিদ, হাফেজ মোঃ হাফিজুর রহমান ইমাম ও খতিব কুজুরদিয়া জামে মসজিদ।
শোলাকুন্ডু সূর্য তরুন ভয়েচ ক্লাবের সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় ফাউন্ডেশনের সক্রিয় সদস্য এস.এম সালমান জানান, ফিলিস্তিন দের ওপর নির্মম হামলার প্রতি বাদে ঘৃণা পোষণ করছি৷ ইজরাইলের বিপক্ষে অবস্থান এবং ইসরাইলকে যারা সাহায্য করছে যে সকল দেশ তাদের উপরে ঘৃণা ও নিন্দা জানাই।
তিনি আরও বলেন, নিরীহ মুসলমান ফিলিস্তিনদের হত্যা ও হামলার প্রতিবাদে সমগ্র মুসলিম উম্মাহ যদি এক না হই তাহলে ভবিষ্যতে মুসলমানদের সংকট অনিবার্য। আমরা মুসলমান আমরা শান্তি চাই। সমগ্র মুসলিম উম্মাহ এক হও। ফিলিস্তিন জিন্দাবাদ।
এসময় সাইবাড়িয়া সহ বেশ কয়েকটি এলাকা থেকে মিছিল আসে। প্রতিবাদী জনসভা ও মিছিলে যোগদান করেন স্থানীয় ইমাম ও খতিবগন সহ বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিবাদী জনসভা ও মিছিল শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো: মনির হোসেন, ইমাম ও খতিব তাম্বুলখানা জামে মসজিদ।
কানাইপুর(ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে