আবহাওয়ার আগাম সতর্ক বার্তা-দৈনিক ভোরের বার্তা
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪ ঘন্টার ভেতরে দক্ষিণ মধ্যো বঙ্গপোসাগরে একটি সিস্টেম তৈরি হতেযাচ্ছে।
এবং এই সিস্টেম টি যদি কোন কারনে বাংলাদেশের নিকটবর্তী এলাকা দিয়ে অতিক্রম করে, অথবা সরাসরি বাংলাদেশ উপকূল অতিক্রম করে তাহলে এর প্রভাবে আগামী ২৩ শে অক্টোবর রাত থেকে ২৭ শে অক্টোবর রাত এর ভেতরে রংপুর বিভাগ বাদে ও রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকা ব্যাতিত দেশের প্রায় বাকি এলাকায় মাঝারি থেকে ভারিবৃষ্টি হবার যথেষ্ট সম্ভাবনা আছে।
তাই আপনারা যারা শীতকালীন ফসল লাগাতে চাচ্ছেন তারা একটু হিসাব করে কাজ করবেন। তা না হলে আপনাদের ফসল বিনষ্ট হতেপারে।
এখানে বলে রাখা ভালো যে, বঙ্গপোসাগরে যথেষ্ট অনুকূল পরিবেশ না থাকায় সিস্টেম অনেক শক্তিশালী হতে পারবে না, সিস্টেম টি সর্বোচ্চ গভীর নিম্নচাপ অথবা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিনত হতেপারে।
এবং আগামী ২৫ বা ২৬ শে অক্টোবর সুন্দরবন থেকে চট্টগ্রাম উপকূল এর ভেতরে যেকোনো উপকূল অতিক্রম করতেপারে। এমনকি ভারতের উড়িষ্যা রাজ্য অতিক্রম করতেপারে।
এই অবস্থায় দেশের উপকূলীয় এলাকায় প্রবল ভারিবর্ষন হবার সম্ভাবনা আছে। এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভারিবৃষ্টি এর সম্ভাবনা আছে ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ও রাজশাহী ও রংপুর বিভাগের দু এক স্থানে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে।
রংপুর ও রাজশাহী বিভাগে যারা আছেন তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, ওখানে ফসল বপন করতে তেমন কোন সমস্যা নেই।
প্রাকৃতিক কারনে সিস্টেম টি সৃষ্টি না হলে অথবা বাংলাদেশ থেকে অনেক দূর দিয়ে গেলে দেশে বৃষ্টির পরিমাণ বেশ কম হতেপারে।
তথ্য সূত্র : (Bwot)
Nayan Aviram Gain Nayan
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.