আওয়ামীলীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-লাবু চৌধুরী
ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। বাংলাদেশ একটি কল্যানময়ী রাষ্ট্র। আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনগণের সরকার।
আওয়ামীলীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
বুধবার (১১ অক্টোবর)) দুপুর ১২ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সামাজিক সম্প্রীতি কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি লাবু চৌধুরী এসব কথা বলেন।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য নেতাকর্মী সহ জনগনের প্রতি উদাত্ত আহবান জানান।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হকের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ, ভিজিডি ও টিসিবি মাল বিতরণ ও সামাজিক সম্প্রীতি কমিটির মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, চরযশোরদী ইউনিয়ন আওলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ খান সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.