আমরা ইনসাফের মুসলমান- ফরিদপুর জেলা প্রশাসক
আমরা ইনসাফের মুসলমান”- ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে, এতে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) তার বক্তব্যের মাঝে উল্লেখিত মন্তব্য করেন।
বৃহস্পতিবার ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ডস্থ জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে বেলা সারে ১১টায় শুরু হয়ে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. শাহাবুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম-বার)। ইসলামিক ফাউন্ডেশন ঢাকা প্রধান কার্যালয় থেকে আগত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌরসভা কাউন্সিলর মতিউর রহমান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুরের খতিব মাওলানা তবীবুর রহমান, বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা ফরিদপুরের মাওলানা মো. মাহমুদুল হাসান, জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসা ফরিদপুরের মুহতামিম মুফতি কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন জেলা-উপজেলার ফিল্ড সুপারভাইজারগণ, জেলার সকল দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, মাদরাসার সহায়ক কর্মী, ইফা ফরিদপুর জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীগণ, মডেল কেয়ারটেকার, শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ, বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিন, আলেম ওলামাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান শেষের পূর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক ফরিদপুরের জেলা পুলিশ সুপার, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ফরিদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা কাজী এনামুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যের অন্যান্য কথার মধ্যে বলেন, “আমরা ইনসাফের মুসলমান। আমাদের মহানবী (সা.) যেগুলা বলে গিয়েছেন, যে পথে চলেছেন, যেভাবে সবার সাথে মিশেছেন, যেভাবে শান্তির ধর্ম প্রচার করে গিয়েছেন। আমরা কিন্তু সেই পথ থেকে অনেক দূরে সরে গিয়েছি। যার কারণে আজকের সমাজে যে বিশৃঙ্খলা-যে অশান্তি, নবীর আদর্শ থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে কিন্ত সেটা হয়েছে।
আমরা সবাই মহানবীর দেখানো পথে ফিরে আসি, আমরা সবাই ইসলামের শান্তির ধর্ম ফিরে আসি।”সভায় বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও তাঁর কর্মের উপর আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের ফিল্ড অফিসার মো. রাসেল।
সবশেষে দেশ ও দেশের কল্যাণে মুনাজাত করা হয়। এসময় জেলা প্রশাসক, ইফা উপ-পরিচালক, সরকারী উর্ধতন কর্মকর্তাগণ সহ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতীব মাওলানা তবীবুর রহমান।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ফরিদপুর এর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী-১৪৪৫ হিজরি পালন করা হয়। এতে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদপুরের ইফা’র উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন।
মো. সাখাওয়াত হোসেন::
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে