ফরিদপুরের সালথায় আখ চাষে বাম্পার ফলন
ফরিদপুরের সালথা উপজেলা পাট ও পেঁয়াজের জন্য বিখ্যাত। এখানে বছরে তিনটি ফসল উৎপাদণ হয়। পাট, পেঁয়াজ ও ধান। এই ফসলের পাশাপাশি এ বছর ১০ হেক্টর জমিতে আখচাষ হয়েছে। আখচাষ করে স্বাবলম্বী হয়েছেন চাষীরা, ফুটে উঠেছে তাদের মুখের হাসি।
উপজেলা কৃষি অফিস জানিয়েছেন, উপজেলার সোনাপুর, ফুকরা, যদুনন্দী এলাকার কিছু চাষী আখচাষ করেছেন। শকুনকানী, গেন্ডারি ও ইশরদী ১৬ জাতের আখ চাষ হয়েছে। এই আখচাষে বিষাপ্রতি ব্যায় হয়েছে প্রায় একলক্ষ টাকা। এক বিঘা জমির আখ বাজারে বিক্রি হচ্ছে প্রায় দুইলাখ টাকা। সবমিলিয়ে চাষিরা লাভবান হচ্ছে।
ফুকরা গ্রামের আখচাষি মোঃ রুস্তুম ও সাবু শেখ বলেন, অন্যান্য ফসলের পাশাপাশি আমি এবছর ২০ কাঠা জমিতে আখ চাষ করেছি। আখ চাষ করতে জমি লিজসহ আমার ১লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়েছে। এপর্যন্ত ১ লাখ টাকার মতো বিক্রি করেছি। আরো কিছু জমির আখ বিক্রি করার বাকি আছে। সবমিলিয়ে দুই লাখ/ সোয়া ২লক্ষ টাকা বিক্রি হবে।
সব খরচ পাতিমিলিয়ে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ থাকবে বলে আশা করছি। তিনি আরো জানান মাঠির প্রকার ভেদের জন্য কোথাও কোথাও খরচ কম বেশি হয়ে থাকে। পরিশ্রম বেশি হলেও অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে লাভ বেশি। আগামীতে আখচাষ আরো বেশি করবো বলে চিন্তা করেছি।
উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন, উপজেলায় মোট ১০ হেক্টর জমিতে আখচাষ হয়েছে। এবার আখ খুব ভালো হয়েছে। চাষীরা দামও খুব ভালো পাচ্ছে। আখ চাষের শুরু থেকে চাষিদের বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়া হয়েছিলো।
ভিডিও চিত্রে দেখুন-https://www.youtube.com/watch?v=BvncHL8W-0s
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে