ভাঙ্গায় লাগামহীন ডাবের দাম- ক্রেতারা বেশামাল
ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে হুট করেই ফরিদপুরের বাজারে বেড়েছে ডাবের দাম। ৫০ থেকে ৬০ টাকা দামে বিক্রি হওয়া ডাবগুলো বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকা দরে।
ভোক্তাদের অভিযোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ায় অসাধু ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন। এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে/ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।
দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ফরিদপুরের বাজারে বেড়েছে খুচরা পর্যায়ে ডাবের দাম। খুচরা পর্যায়ে এক একটি ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০/১৮০ টাকা এমনকি ২০০টাকা দরে। যা কিছুদিন আগেও বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা দরে।
দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ডাবের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। বাজার নিয়ন্ত্রণের দাবি ভোক্তা সহ সচেতন মহলের।
দাম অতিরিক্ত সম্পর্কে জানতে চাইলে বিক্রেতারা বলছে চাহিদা অনুযায়ী জোগান না থাকায় বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে তাদের।
তবে সাংবাদিকদের ক্যামেরা দেখে বেশিদামে ডাব বিক্রির বিষয়গুলো কেউ কেউ অস্বীকার করছেন বিক্রেতারা।
এবিষয়ে জানালে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এ প্রতিবেদককে জানান, ডাবের দাম নিয়ন্ত্রণে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।
মো. সাখাওয়াত হোসেন,ভাঙ্গা প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.