সালথায় বাস চাপায় রেমিটেন্স যোদ্ধার মৃত্যু
ফরিদপুরের সালথায় বাসের চাপায় নাঈম মোল্লা লায়ম (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী মোল্লার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ওই এলাকার সাহেদ আলী মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম সৌদি আরব প্রবাসী ছিলেন। কয়েকদিন আগে ছুটিতে দেশে এসেছেন।
আজ আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী মোল্লার মোড়ে পৌঁছালে গোপালগঞ্জ-ভাঙ্গা মহাসড়কের উপর অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে ভাঙ্গা গামী অজ্ঞাতনামা বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর পেয়ে নাঈমের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ নিয়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
সাদ্দাম হোসেন –সালথা ফরিদপুর
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে