রিভেট ২০ মনোনীত হলেন খুবি শিক্ষার্থী ইউসুফ-দৈনিক ভোরের বার্তা
আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের ১২ জন উদ্ভাবনী সামাজিক উদ্যোক্তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান রিভেট।
এই তালিকায় স্থান করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ মুন্না। ইউসুফ মুন্নার সংগঠন “রিফ্লেকটিভ টিনস” কিশোর-কিশোরীদের সৃজনশীলতার বিকাশ ও পরিচর্যা নিয়ে গত দশ বছর ধরে কাজ করে আসছে। তার সংগঠনের কাজের জন্য এই স্বীকৃতির অংশ হিসেবে কার্যক্রম প্রসারের লক্ষ্যে আর্থিক অনুদানেরও ঘোষণা দিয়েছে রিভেট।
এছাড়াও ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘কে সি আন্ডারকাভার’ এর জনপ্রিয় অভিনেত্রী ও হলিউড তারকা ট্রিনিটি স্টোকস-এর সাথে তার একটি সাক্ষাৎকারও নেয়া হয়েছে যেটা দ্রুত প্রকাশিত হবে।
এই বিষয়ে শিক্ষার্থী ইউসুফ বলেন, আন্তর্জাতিক এই স্বীকৃতির জন্য মনোনীত হয়েছি জেনে খুব ভালো লাগছে। কার্যক্রম প্রসারের জন্য রিভেটের নানা মাতৃক সহযোগিতা অনেক কাজে লাগবে। করার অনেককিছুই আছে আমাদের। দেশের সামগ্রিক কল্যানে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে