ফ্রেন্ডস সমাজকল্যাণ সংগঠক জসিম মোল্লার মাস্ক ফর অল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত সংগঠক, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা বৈশ্বিক মহামারী করোনা শুরুর থেকেই মাস্কসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত রুসদী উচ্চ বিদ্যালয়, রুসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুসদী নিউ মডেল একাডেমির হাজারের অধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, অভিভাবকদের মাঝে উন্নত মানের কাপড়ের মাস্ক বিতরণ করেন।
ফ্রেন্ডস্ সমাজকল্যাণ সংসদের ব্যনারে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেক আদিলুর রহমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এডহক কমিটির সদস্য ফরহাদ হোসেন পেল্টু, সহ-প্রধান শিক্ষক পবিত্র কুমার সরকার।
ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, আব্দুল লতিফ আতহারী, রুসদী নিউ মডেল একাডেমির অধ্যক্ষ মাজেম আলী, উপাধ্যক্ষ ঝুনু আক্তার, রুসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলিমা সরকার, মাহমুদা আক্তার সুমী, ফ্রেন্ডস্ সমাজকল্যাণ সংসদের তরিকুল ইসলাম সাগর, তাসিম মোল্লা, মারুফ শেখ মাহাবুব শেখ, শাকিল শেখ, উৎসব মন্ডল, রবিন কাজী, ইমরান কাজী, নিরব কাজী, ইমন শেখ, আরাফাত রাফসিন, বিক্রমপুর ব্লাড ব্যাংক তন্তর ইউনিয়ন শাখার সভাপতি সিফাত শেখ প্রমূখ।
বিতরণ কালে সংগঠক জসিম মোল্লা বলেন করোনার ভয়াবহতা এখনো শেষ হয় নাই এরি মধ্যে আরেক মহামারী হিসেবে প্রকব হয়েছে ডেঙ্গু মশা, এর থেকে বাঁচতে হলে নিজেদের আঙ্গিনা পরিস্কার রাখতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।
শ্রীনগর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.