খুবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত –দৈনিক ভোরের বার্তা


আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ কর্মসূচী পালিত হয়।
Indigenous Youth as Agent of Change for Self-determination প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আবুল বাশার নাহিদ ও একই ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ।
আবুল বাশার নাহিদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা-ই ছিলো সকল নাগরিককে নিয়ে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু আমরা দেখছি সমতলের সংখ্যাগুরু জনগোষ্ঠীর সাথে আদিবাসী জনগোষ্ঠীর বৈষম্য থেকেই যাচ্ছে। তাদেরকে আদিবাসী বলা হবে, নাকি উপজাতি বলা হবে, নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হবে সেটিও নিয়েও রাজনীতি রয়েছে।
১৯৯৭ সালের শান্তিচুক্তিতে যেসব অঙ্গীকার ছিল তার কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটিও দেখার বিষয়। আজকে আমরা দেখছি উন্নয়নের নামে রাষ্ট্র বা বিভিন্ন প্রতিষ্ঠান পাহাড়ি জনগোষ্ঠীর উপর যা চাপিয়ে দিচ্ছে সেটিতে তারা আগ্রহী না থাকলে একে উন্নয়ন বলা যায় না। আজকের আদিবাসী তরুণ যুবকদেরকেই নিজেদের অধিকারের ব্যাপারে কথা বলতে হবে।
আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার সাবেক সভাপতি নিহারঞ্জন উরাওঁ বলেন, আমাদের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো নির্বিচারে ভূমি দখল। এ ব্যাপারে ভূমি আইন জেনে পাহাড়ি জনগোষ্ঠীকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে।
আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তেমিয় চাকমা বলেন, আমরা যারা উচ্চশিক্ষা গ্রহণ করছি তাদেরকে স্ব স্ব ক্ষেত্রে অর্জিত জ্ঞান এবং দক্ষতা আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে কাজে লাগাতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.