মধুখালীতে ভূমিহীন ও গৃহহীন ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে ইউএনওর প্রেস ব্রিফিং
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন–গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৭ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠের মধুখালী প্রতিনিধি শাহজাহান হেলাল, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি মেহেদী হোসেন পলাশ, বাংলাদেশ সমাচারের ইদ্রিস আলী লিটু, যায় যায় দিনের সালেহীন সোয়াদ সাম্মী, দৈনিক বর্তমান বাংলাদেশের পার্থ রায়, খবর বাংলাদেশের মানিক শিকদার, নতুন দিনের মধুখালী প্রতিনিধি হৃদয় শীলসহ প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, আগামী (০৯ আগস্ট) সকাল ১০টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশে ২২১০১টি ঘর
উক্ত অনুষ্ঠানে ফরিদপুর জেলার চারটি উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে এবং বিটিভি লিংক এর মাধ্যমে মধুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সম্প্রচার করা হবে। তিনি আরও জানান, মধুখালী উপজেলায় ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন-গৃহহীন পরিবার সংখ্যা ২৩০ জন। উক্ত পরিবারগুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পুনর্বাসিত করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
হৃদয় শীল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.