সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক নূর-ই-জান্নাত এর বিরুদ্ধে ভূয়া রিপোর্ট তৈরি ও উৎকোচ দাবীর অভিযোগ দুদকে


সমবায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় সমবায় অফিসের উপ-নিবন্ধক নূর ই জান্নাত এর বিরুদ্ধে কাল্পনিক তথ্য প্রতিবেদন তৈরি করে সমবায়ীদের হয়রানি ও চাহিদা মাফিক ৫ লক্ষ টাকা উৎকোচ না পাওয়ায় অনৈতিক ভাবে একটি সমবায় প্রতিষ্ঠানের নির্বাচন চলাকালে কথিত তদন্ত রিপোর্টে প্রকাশ।
সমবায়ীদের হয়রানির জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশন এর প্রধান কার্যালয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: এর নির্বাচন /২৩ এর সভাপতি প্রার্থী শেখ ফয়েজ আহমেদ।
অভিযোগে প্রকাশ, অভিযোগকারী জানান, ব্যাংকের সকল কার্যক্রম ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত,বার্ষিক সাধারণ সভার অনুমোদন ও ব্যাংকের উপ-আইন মোতাবেক পরিচালতি হয়েছে এবং সমবায় বিভাগ কর্তৃক সকল বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সম্পন্ন করা আছে।
উক্ত কর্মকর্তা ৪৯ ধারা (ঙ) তদন্তের দায়িত্ব পাওয়ার দীর্ঘদিন পর অত্র ব্যাংকের সভাপতি পদে নির্বাচনী কার্যক্রম কে বাঁধাগ্রস্থ করার জন্য একটি প্রভাবশালী অ-সমবায়ী মহলের অশুভ ইন্দনে লাভবান হয়ে দীর্ঘদিন পর নিয়ম ভঙ্গ করে যথাসময়ে তদন্ত সম্পন্ন না করে ব্যক্তিগত আগ্রহে হঠাৎ গত এপ্রিল/২০২৩ মাসে ব্যাকডেট দিয়ে অবৈধ পথে রাতারাতি সমবায় ব্যাংকের নির্বাচনী তফসিল/২০২৩ চলাকালে উক্ত তদন্ত রিপোর্ট বেআইনি ভাবে ফরিদপুরে আমার বিরোধী মহলে ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
সমিতির (ব্যাংকে) তহবিলে আমানত ও অন্যান্য অর্থ জমা হয় নাই উল্লেখ করেছেন। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উক্ত কর্মকর্তা সৎ কর্মকর্তার ছদ্মভেসে নানা কৌশলে বিভিন্ন সময়ে ৫ লক্ষ টাকা তদন্ত খরচ দেওয়ার জন্য প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর একজন সমবায়ীর জমাকৃত ৮৫,০০,০০০/-টাকা ব্যাংকে জমা হয়নি বলে ইচ্ছাকৃত ভাবে বে-আইনীভাবে দলিলপত্র ছাড়া মনগড়া ভাবে দায়ী করে ভিত্তিহীন তদন্ত রিপোর্ট করেছেন। যাহা সম্পূর্ণ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত ।
অভিযোগকারী বলেন, উক্ত কর্মকর্তা আমাদের সমাজে হয়রানি করার জন্য ক্ষিপ্ত হয়ে রিপোর্ট তৈরি করে সমবায় বিভাগ ও সমবায়ীদের সম্মান ক্ষুন্ন করেছেন । তিনি আশা করেন দুদক নিরপেক্ষ ভাবে তদন্ত করে আইনগত ভাবে ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: এর বর্তমান সভাপতি এনায়েত হোসেন লিটন বলেন, উক্ত তদন্ত রিপোর্টে সাবেক চেয়ারম্যান এর বিরুদ্ধে ৮৫ লক্ষ টাকা ব্যাংকে জমা হয় নাই, এমন অভিযোগ ডাহা মিথ্যা। বিষয়টি নিয়ে আমরা লিখিত ভাবে সমবায় অধিদপ্তর কে জানিয়েছি। মিথ্যা তথ্য যুক্ত করার জন্য উক্ত কর্মকর্তার শাস্তি দাবী করছি।
ফরিদপুর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.