সালথায় প্রতিবন্ধী খোরশেদের আশার সম্বল ছাগল আগুনে পুড়ে ছাই
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে মশার কয়েলের আগুনে খোরশেদ মাতুব্বর নামে এক অসহায় প্রতিবন্ধীর চারটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায় এতে ওই অসহায় প্রতিবন্ধীর পরিবার অসহায় হয়ে পড়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী খোরশেদ মাতুব্বর বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে আছি। আমার চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলেরা যার যার মতো উপার্জন করে চলে।
আমি, স্ত্রী ও মেয়েকে নিয়ে আলাদা থাকি। কিন্তু আমার উপার্জন করার সক্ষমতা নেই। আমার স্ত্রী হাঁস-মুরগি ও ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহ করে।
এ বিষয়ে তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে রান্নাঘরের ভেতরে চারটি ছাগল বেধে রেখেছিলাম। পরে সেখানে একটি মশার কয়েল জ্বালিয়ে রাখি। রাত ১১টার দিকে হটাৎ রান্নাঘরে আগুন লেগে যায়। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে রান্না ঘরটিসহ চারটি ছাগলই পুড়ে ছাই হয়ে যায়। আমার একমাত্র আয়ের মাধ্যমও আজ পুড়ে ছাই হয়ে গেল।
এ বিষয়ে ভাওয়াল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, আগুনে প্রতিবন্ধী খোরশেদের রান্নাঘরে চারটি ছাগল পুড়ে মারা গেছে বলে শুনেছি।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নিয়ে ওই প্রতিবন্ধীর পাঁশে দাড়াবো। সরকারিভাবে অনুদান পৌছে দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে