শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-রিপোর্ট রানা
দেশব্যাপী বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে।
৩০ জুলাই রোববার বিকেলে শ্রীবরদী উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছালাহ উদ্দিন ছালেমের নেতৃত্বে পৌর শহরের হাই স্কুল রোড় থেকে বিক্ষোভ মিছিণলটি শুরু হয়।
সড়ক প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এসময় উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক এসডি সোহেল রানা, তাঁতী লীগের আহবায়ক
হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের অন্যতম নেতা ও স্মার্ট সাংবাদিক শাহিদুর রহমান কালু, সিঙ্গাবরনা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব
মিজানুর রহমান শানু, সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশ থেকে বক্তারা, বিএনপি-জামায়াতের যেকোনো নৈরাজ্য কঠোর হাতে প্রতিরোধ করার ঘোষণা দেন।
এসডি সোহেল রানা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.