পল্লীবিদ্যুৎ অফিস স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন-দৈনিক ভোরের বার্তা
উত্তর ভোলার বৃহত্তম বাজার পরানগঞ্জ বাজারে দীর্ঘদিন যাবত অবস্থান করছিলো পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, যার কারনে বেশ সুবিধা ভোগ করছিলেন উত্তর ভোলার ৬টি ইউনিয়ন, বরিশালের মেহেন্দীগঞ্জের আলিমাবাদ,চরগোপালপুর,মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নের একাংশের জনগন ব্যবসায়ী সহ নানান পেশার মানুষ।
এসব এলাকার পল্লীবিদ্যুতের সেবা গ্রহণকারী গ্রাহকদের সেবার মান উন্নত করা ব্যাতিরেখে (পবিস) পরানগঞ্জ জোনাল অফিস স্থানান্তর করানোর চিন্তা ভাবনা করেছে কর্তৃপক্ষ।
তারই প্রেক্ষিতে অসন্তুষ্টি প্রকাশ করেছে স্থানীয় বাজার ব্যবসায়ী সহ সাধারণ জনগন । তাই নির্ধারিত স্থান থেকে বিদ্যুৎ অফিস স্থানান্তর না করার জন্য আজ ২৪ জুলাই সোমবার সকাল ১১ টার সময় পরানগঞ্জ বাজারে পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ী ও সাধারণ জনগন।
উক্ত মানববন্ধন বক্তব্য রাখেন ইলিশার জনতার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ইলিশা বাচাও আন্দোলন কমিটির মুখোপাত্র আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক জিলন খাঁন, ইলিশা ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি সদস্য আঃ রহমান হাওলাদার বাজারের ব্যাবসায়ী সম্রাট হাওলাদার প্রমুখ ।
এসময় ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, অফিস এখানে থাকার কারনে বাজার ব্যবসায়ী সহ সকল গ্রাহকরা উপকৃত হয়েছে। এখান থেকে স্থানান্তর করা হলে সকল গ্রাহকরা ভোগান্তির শিকার হবে।
আমরা উত্তর ভোলার মানুষকে সাথে নিয়ে পবিস ভোলার উর্ধতন কর্মকর্তাকে জানাতে চাই প্রয়োজন হলে আপনি স্থানান্তর হতে পারেন কিন্তু আমরা সাধারণ গ্রাহক অফিস স্থানান্তর হতে দিবোনা । আপনি যদি অফিস স্থানান্তর করার জন্য অপচেষ্টা চালান তাহলে এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরো কঠোর আন্দোলনের ঘোষনা দিতে বাধ্য হবো।
এ ছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক জিলন তিনি বলেন, বিদ্যুৎ অফিস এখান থেকে স্থানান্তর করলে জনগণের দূর্ভোগ হবে, তাই জনগনের সুবিধার কথা চিন্তা করে অফিসকে সস্থানে বহাল রাখার দাবী করেন তিনি।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ পরানগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশিকুল ইসলাম জানায়,বর্তমানে বিদ্যুৎ অফিসের স্পেজ ছোট ভবন মালিক কে আমরা বলেছি নিচতলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার আংশিক আমাদের ভাড়া দেওয়ার জন্য তিনি তাতে অপরাগতা প্রকাশ করছেন বলেই আমাদের জেলা অফিস স্থানান্তরের ব্যাবস্থা জোরদার করেন।
গাড়ি পার্কিং ও পর্যাপ্ত কক্ষ না থাকার থাকার কারনে উর্ধতন কর্তৃপক্ষ বিকল্প কিছু চিন্তা ভাবনা করেছেন বলে জানান তিনি ।
এ ব্যপারে বর্তমান বিদ্যুৎ অফিসের বভন মালিক বিল্লাল হোসেন লিটন রাড়ি বলেন, অফিস স্পেজের ব্যাবস্থা প্রয়োজনে করে দেওয়া হবে। জনগণের কথা চিন্তা করে যেন অফিস সরানো না হয় এমন দাবি জানান তিনি।
শফিক খাঁন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে